Skip to content

অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী দেয়ায় নারীকে কুপিয়ে হত্যা | বাংলাদেশ

অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী দেয়ায় নারীকে কুপিয়ে হত্যা | বাংলাদেশ

<![CDATA[

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খাদিমপুরে অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী দেয়ায় ইশারন খাতুন নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইশারন খাতুন (৫৫) আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জিন্নাহ আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

জানা গেছে, গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের বানাতখাল মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০০ বিঘা জমির ভুট্টাক্ষেতসহ পানের বরজ পুড়ে যায়। অভিযোগ ওঠে স্থানীয় চাষি জিন্নাহ আলী তার নিজের ভুট্টা ক্ষেতে আগুন দিলে সেই আগুন ছড়িয়ে পড়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর সাক্ষী দেন ইশারন খাতুন। এতে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।

আরও পড়ুন:  চুয়াডাঙ্গায় ঝুটের গোডাউনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে সোমবার (২২ মে) রাত ১০টার দিকে বৃদ্ধার নিজ বাড়ির সামনে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা এবং ক্ষতস্থানে অসংখ্য সেলাই দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া নেয়ার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে রাজশাহী নেয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, গত ১৩ এপ্রিল উপজেলার খাদিমপুর ইউনিয়নে ফসলী মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় জিন্নাহ আলীর নিজের ভুট্টা ক্ষেতে আগুন দিলে সেই আগুনে ইউনিয়নের প্রায় ৩০০ বিঘা জমির ভুট্টা ও পানবরজ পুড়ে যায়। জিন্নাহ আলীর ভুট্টাক্ষেতে দেয়া আগুন আশপাশের ফসলি মাঠে ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে বলে ইশারন খাতুন সাক্ষী দেন। এতে সালিশে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এরই জের ধরে তাকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। পরবর্তী ওই নারীর মৃত্যু হয়। পুলিশের তদন্তেই প্রকৃত ঘটনা বের হবে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *