Skip to content

অধিনায়কের ভাবনায় আছেন আফিফ-মাহমুদউল্লাহ | খেলা

অধিনায়কের ভাবনায় আছেন আফিফ-মাহমুদউল্লাহ | খেলা

<![CDATA[

গেল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ। ডাক পাননি আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও। পরপর দুই সিরিজে তারকা এই ব্যাটারকে বাদ দেয়ার পর প্রশ্ন উঠেছে বিশ্বকাপের ভাবনায় কি তবে নেই মাহমুদউল্লাহ?

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরকে কেন্দ্র করে এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে ক্রিকেট বোর্ড। তাই বারবারই আসছে মাহমুদুল্লাহর প্রশ্ন। নির্বাচক প্যানেল থেকে বলা হয়েছে বিশ্রামে রাখা হয়েছে রিয়াদকে। তবে বিশ্বকাপের বছর রিয়াদকে এমন বিশ্রাম দেয়ার বিষয়টা ঠিকই রহস্য থেকে যাচ্ছে। 

 

আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৯ মে সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। ম্যাচের আগে রোববার (৭ মে) গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে মাহমুদউল্লাহর প্রসঙ্গ এলে তামিম জানান, বিশ্বকাপের ভাবনায় অবশ্যই থাকবেন মাহমুদউল্লাহ।  

 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে রাখা হয়নি মুমিনুলকে

 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে (রিয়াদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে) অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে। তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনায় আছেন। উনি না, এই মুহূর্তে যে দলে নেই, কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়েও কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য ভালো যেটা হবে, সেটাই করা হবে।’

 

রিয়াদ ছাড়াও সম্প্রতি দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন আফিফ হোসেন। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন তিনি। এরপর ডাক পাননি অ্যাওয়ে সিরিজে। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই করছেন আফিফ। ডিপিএলের চলতি মৌসুমে ৪০০-র বেশি রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার। তাই তারও সুযোগ আছে বলছেন তামিম।

 

তিনি বলেন, ‘শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে ওপরে ব্যাটিং করিয়েছি। আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো দু-একটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় রিয়াদ-আফিফ আমাদের হিসাবে আছে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *