Skip to content

অধিনায়কের লড়াইয়ে কে কার চেয়ে এগিয়ে? পরিসংখ্যান কী বলছে? | খেলা

অধিনায়কের লড়াইয়ে কে কার চেয়ে এগিয়ে? পরিসংখ্যান কী বলছে? | খেলা

<![CDATA[

গত কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে একই প্রশ্ন। বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হচ্ছেন কে? সম্ভাব্য তিন জনের নামও জানিয়ে দিয়েছে বিসিবি। সেখান থেকে একজন পাবেন নেতৃত্ব। কিন্তু রেকর্ড কি বলছে? অধিনায়ক হিসেবে সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান। লিটনের অধীনে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। মিরাজের দখলে আছে যুব ওয়ানডের অধিনায়কত্বের রেকর্ড।

যেকোনো দলের অধিনায়কের পদ অনেকটা ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। কখন কার কাছে যায় বলা কঠিন। ১৯৮৬ সালে খেলা প্রথম আন্তর্জাতিক ওয়ানডে থেকে এখন পর্যন্ত মোট ১৫ অধিনায়কের অধীনে খেলেছে বাংলাদেশ দল। সম্ভাবনা আছে এশিয়া কাপে সংখ্যাটা বাড়ার।  

 

নতুন অধিনায়ক হিসেবে বিবেচনায় আছেন সাকিব, লিটন ও মিরাজ। এর মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান। বর্তমান টেস্ট ও টি-২০ অধিনায়ক অতীতে বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন টাইগারদের। ২০০৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে দলের অধিনায়কত্ব পান সাকিব। ২০০৯ সালের ২৬ জুলাই থেকে ২০১১’র ২১ আগস্ট পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে তার অধীনে খেলেছে বাংলাদেশ। এরপর মাশরাফীর অনুপস্থিতিতে ২০১৫ সালে দুটি ম্যাচ ও ২০১৭ সালে একটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন সাকিব। মোট ৫০ ম্যাচের ২৩টিতে দলকে জয় এনে দেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তার নেতৃত্বেই গড়ে ওঠে দলের নিয়মিত জয়ের অভ্যাস।     

 

আরও পড়ুন: হাথুরুর নিবিড় পর্যবেক্ষণে মাহমুদউল্লাহ, ফিটনেস ক্যাম্পে তামিম

 

২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত টাইগারদের জার্সিতে ৭৭ ওয়ানডে খেলেছেন মেহেদী মিরাজ। এ সময়ে বাংলাদেশ দলে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজ। অধিনায়কের শর্ট লিস্টে থাকা তিন জনের মধ্যে সবচেয়ে কম আলোচনায় আছে তার নাম। তবে যুব ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ড দখলে আছে এই অলরাউন্ডারের।  

 

মিরাজের অধীনে ৪৮ ম্যাচে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ড এটাই। এই ৪৮ ম্যাচের ৩০টিতে জিতেছে বাংলাদেশ।

 

আরও পড়ুন: ‘অধিনায়কত্ব’ নিয়ে কী ভাবছেন লিটন

 

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া ক্রিকেটারের সংখ্যাটা খুব বেশি না। সে তালিকার একজন লিটন কুমার দাস। তিন সংস্করণের খেলাতেই খন্ডকালীন দায়িত্ব পালন করেছেন দিনাজপুরের এই ক্রিকেটার।

 

ওয়ানডেতে লিটনের নেতৃত্বে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্মৃতি আছে টাইগারদের। ৫ ম্যাচের ৩টিতে অধিনায়ক হিসেবে দলকে জয় এনে দিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। 
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *