<![CDATA[
চট্টগ্রামে ভেজাল খাদ্যপণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অনুমোদন ছাড়াই বানানো হয় ১০ রকমের ঘি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর বায়েজীদ এলাকা কল্পনা কমোডিটিজ কোম্পানিটি সিলগালা করার পাশাপাশি অর্থদণ্ডও দেয় জেলা প্রশাসন ও বিএসটিআই।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট প্রতীক দত্ত জানান, নগরীর বায়েজীদ এলাকার ওই প্রতিষ্ঠানটি জগদীশের ঘি কারখানা নামেই পরিচিত। সকালে কারখানাটিতে প্রবেশ করে অনুমোদন ও লাইসেন্স ছাড়া ঘি তৈরির ১০ ধরনের কৌটা পাওয়া যায়। সেই সঙ্গে ঘি তৈরির বিভিন্ন মেশিনারিজও দেখা যায়। মূলত মধ্যরাতে থেকে সকাল পর্যন্ত ঘি প্রস্তুত করার প্রমাণ পাওয়া গেছে। ভুয়া বিএসটিআই লাইসেন্স ব্যবহার করে ঘি উৎপাদন করায় কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: ভুয়া মানচিহ্ন ব্যবহার করে কয়েল উৎপাদন, কারখানা সিলগালা
এ ধরনের ভেজাল ঘি তৈরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ফারহানা জাহান পারু।
এর আগেও কল্পনা কমোডিটিজ প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময় ভেজাল ঘি তৈরির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
]]>