<![CDATA[
কাতার বিশ্বকাপে সেনেগাল দলে বড় দুঃসংবাদ। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে খেলতে দেখা যাবে না সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানেকে। হাঁটুর ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজনে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ইনজুরি আক্রান্ত সাদিও মানের এমআরআই স্ক্যান করা হয়। এরপর চিকিৎসকরা জানিয়েছেন, চোটের কারণে বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকারের অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) সেনেগালের ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ইনজুরির কারণে সাদিও মানে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না।
বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে বুন্দেসলিগার ম্যাচে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই ইনজুরির শিকার হন সেনেগালের ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড। এরপর মাঠের চিকিৎসা কর্মীরা তাকে পরীক্ষা করে মাঠের বাইরে নিয়ে যান। তার পরিবর্তে মাঠে নামেন লেরয় সানে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শঙ্কা জাগে ২২তম আসরে সেনেগালের স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে।
আরও পড়ুন: ব্রাজিলের আক্রমণভাগে তারার মেলা, মধুর সমস্যায় কোচ
তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে তাকে রেখেই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেন কোচ অলিও কিসে। কোচের আশা ছিল, হয়তো শেষ মুহূর্তে চোট থেকে সেরে উঠবেন মানে। কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারছেন না তিনি।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেনেগালকে কাতার বিশ্বকাপের টিকিট পাইয়ে দিয়েছিলেন সাদিও মানে। সমর্থকরা অপেক্ষায় ছিলেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে মূলমঞ্চেও তিনি দেখাবেন তার ঝলক। কিন্তু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মঞ্চায়নের মাত্র ৩ দিন আগেই এলো এমন দুঃসংবাদ।
আরও পড়ুন: এমবাপ্পেদের নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের তীর্যক মন্তব্য
আগামী সোমবার (২১ নভেম্বর) সেনেগালের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
]]>