Skip to content

অভিষেকেই ম্যাচসেরা তৌহিদ হৃদয় | খেলা

অভিষেকেই ম্যাচসেরা তৌহিদ হৃদয় | খেলা

<![CDATA[

বাংলাদেশের হয়ে ১৪০তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। টাইগারদের হয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ৫০ ওভারের ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তরুণ এ ব্যাটার। তাতে তিনি জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

শনিবার (১৮ মার্চ) সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের ইতিহাসে ৫০ ওভারের ম্যাচে যেটি সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড।

এই রেকর্ড গড়ার পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হৃদয়। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে গড়েছেন ১৩৫ রানের জুটি। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন ৮০ রানের জুটি। আউট হওয়ার আগে নিজের অভিষেক ম্যাচে ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কার মারে খেলেছেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। ওয়ানডে অভিষেকে কোনো বাংলাদেশির পক্ষে এটি সর্বোচ্চ রানের ইনিংস।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে নতুন রেকর্ড বাংলাদেশের

২০০৬ সালে ৫০ রানের ইনিংস খেলে টাইগারদের মধ্যে সবার আগে এ কীর্তি গড়েছিলেন ফরহাদ রেজা। সবশেষ ২০১১ সালে ৬৩ রানের ইনিংস খেলে নাসির হোসেনও ৫০ ওভারের ম্যাচে নিজের অভিষেক রাঙিয়েছিলেন। তার এক যুগ পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এ ক্লাবে নাম লেখালেন হৃদয়।

অভিষেকে দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন হৃদয়। তাতে উচ্ছ্বসিত হলেও মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করার আক্ষেপটাও পোড়াচ্ছে তাকে।

ম্যাচসেরার পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, ‘সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় আমি কিছুটা কষ্ট পেয়েছি। তবে ভালোভাবে শুরু করতে পারায় আমি খুশিও। সাকিব ভাই আমাকে (ব্যাট করার সময়) অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন। আমি শুধু আমার পরিকল্পনা মতো খেলার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: সাব্বিরের অপরাজিত সেঞ্চুরিতে বড় জয় রূপগঞ্জের

এদিকে এর আগে ওয়ানডেতে হৃদয় ছাড়াও অভিষেক ম্যাচে বাংলাদেশিদের মধ্যে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন সোহাগ গাজী, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *