<![CDATA[
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ও সিরিজ নির্ধারনী ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে আগের ম্যাচের আগ্রাসন অনুপস্থিত বাংলাদেশের ব্যাটে। উইকেটে সেট হয়েও ব্যাটাররা দিতে পারলেন না দায়িত্বশীলতার পরিচয়। তাতে স্কোরবোর্ডে জমা হলো না বড় সংগ্রহ।
রোববার (১৪ মে) চেমসফোর্ডে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই ম্যাচটা পরীক্ষা-নিরীক্ষার জন্য বেছে নিয়ে অভিষেক ঘটানো হয়েছে দুই নতুন মুখের। টাইগারদের জার্সিতে এদিন অভিষেক হয়েছে ওপেনার রনি তালুকদার ও পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর। এছাড়া আইপিএলের পর এদিনই প্রথম বাংলাদেশের হয়ে খেলতে নামেন মুস্তাফিজুর রহমান।
এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে অলআউট হওয়ার আগে ৪৮.৫ ওভারে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ৪৫ রান করেন মুশফিকুর রহিম।
(বিস্তারিত আসছে)
]]>