<![CDATA[
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারিয়েছে প্রতিবেশী নিউজিল্যান্ডকে। দিনের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড।
শনিবার (১১ ফেব্রুয়ারি) পার্লে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডেভাইন। আগে ব্যাট করে উইকেটরক্ষক অ্যালিসা হিলির অর্ধশতক ও অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসে পেরির দুটি চল্লিশোর্ধ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে অ্যাশ্লেইঘ গার্ডনারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তাতে ৯৭ রানের বড় জয় পায় টুর্নামেন্টটির রেকর্ড।পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এদিন ব্যাট করতে নেমে শুরুতেই বেথ মুনির উইকেটটি হারালেও হিলি ও ল্যানিং মিলে অস্ট্রেলিয়াকে বড় রানের ভিত গড়ে দেন। ৩৮ বলে ৫৫ রান করেন হিলি। তার ইনিংসে ছিল ৯টি চারের মার। ল্যানিং ৩৩ বলে ৭ চারে করেন ৪১ রান। এই দুজনের বিদায়ের পর এলিসে পেরি বাদে বড় রান করতে পারেনি আর কেউই। মাত্র ২২ বলে ৩ চার ও ২ ছয়ে ৪০ রান করেন পেরি।
আরও পড়ুন:পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের
নিউজিল্যান্ডের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন এমেলিয়া কার। ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন লিয়া তাহুহুও। এছাড়া ১টি করে উইকেট নেন জেস কার ও হেইলি জেনসেন।
জবাবে ব্যাট করতে নেমে গার্ডনারের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ৩০ বলে ২১ রান করেন এমেলিয়া কার। তিনি ছাড়া দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন আর মাত্র দুজন। ১৪ রান করেন বেরনাদিন বেজুইদেনহৌ এবং ১০ রান করেন জেস কার। শেষ পর্যন্ত মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
তাসমান সাগরের প্রতিবেশীদের বিপক্ষে ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ক্যারিয়ারসেরা ৫ উইকেট নেন গার্ডনার। ২ উইকেট নেন মেগান স্কাট। এছাড়া ১টি করে উইকেট নেন ডারসি ব্রাউন ও এলিসে পেরি।
আরও পড়ুন:আঙুলে ক্রিম লাগিয়ে শাস্তি পেলেন জাদেজা
এদিকে দিনের আরেক খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৩৩ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ হায়লি ম্যাথিউজের ৩২ বলে ৪২ ও শেমাইনে ক্যাম্পবেলের ৩৭ বলে ৩৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে।
ইংল্যান্ডের পক্ষে সোফি এক্লেস্টোন ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন স্কিভার-ব্রান্ট ও সারাহ গ্লেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সোফিয়া ডাঙ্কলি ঝড় তোলেন। ১৮ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন। ড্যানি ওয়াট ১১ ও অ্যালিস ক্যাপসি ১৩ রান করেন। ইংল্যান্ডকে চতুর্থ জুটিতে বড় জয় এনে দেন ন্যাট স্কিভার-ব্রান্ট ও অধিনায়ক হিদার নাইটের জুটি। ন্যাট স্কিভার ৩০ বলে করেন ৪০ রান। তার ইনিংসে ৬তি চারের পাশাপাশি ছিল ১টি ছয়ের মার। ২২ বলে ৪ চার ও ১ ছয়ে ৩২ রান করেন হিদার নাইট।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হেনরি ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। বাকি উইকেটটি নেন অ্যাফি ফ্লেচার।
]]>