Skip to content

অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হচ্ছে আরেক স্পিনারকে | খেলা

অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হচ্ছে আরেক স্পিনারকে | খেলা

<![CDATA[

নাগপুরে ভারতের কাছে ইনিংস ও ১৩২ রানে হেরে সফর শুরু করেছে অস্ট্রেলিয়া। ভারতের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। যার কারণে দ্বিতীয় টেস্টের আগেই দলে পরিবর্তন এনেছে সফরকারীরা। অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হচ্ছে বাঁহাতি স্পিনার ম্যাথু কুনম্যানকে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) রোববার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

দিল্লী টেস্টের আগেই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন কুনম্যান, বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে একাদশেও জায়গা হতে পারে তার। লেগ স্পিনার মিচেল সোয়েপশনের বিকল্প হিসেবে কুনম্যানকে আনা হচ্ছে। সোয়েপসন নাগপুরের প্রথম টেস্টের একাদশে সুযোগ পাননি। প্রথম সন্তানের জন্মের সময়ে বান্ধবীর পাশে থাকতে তিনি দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরে যাবেন।

এদিকে নাগপুরে এক ইনিংস বোলিং করার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। সেই এক ইনিংসেই সবাইকে চমকে দেন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়া অফ-স্পিনার টড মার্ফি। প্রথম টেস্টে ওই এক ইনিংসে তিনি নেন ৭ উইকেট। প্রথম টেস্টের পর এবার হয়তো দ্বিতীয় টেস্টে আরেক স্পিনার ম্যাথু কুনম্যানের অভিষেক হতে পারে অস্ট্রেলিয়ার দলে।  

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ভেন্যু 

২৬ বছর বয়সী কুনম্যান এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪টি ওয়ানডে খেলেছেন। শিকার করেছেন ৬ উইকেট। আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। 

এদিকে পরিবর্তন আসছে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের ভেন্যুতে। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল ধর্মশালা স্টেডিয়ামে। কিন্তু মাঠটি টেস্ট ম্যাচ খেলার উপযুক্ত অবস্থায় না থাকায় সরিয়ে নেয়া হচ্ছে তৃতীয় টেস্টের ভেন্যু। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *