Skip to content

আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটি হাঁকালেন জাইসওয়াল | খেলা

আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটি হাঁকালেন জাইসওয়াল | খেলা

<![CDATA[

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্রুততম ফিফটির মালিক হলেন রাজস্তান রয়্যালসের যশ্বসি জাইসওয়াল। মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। আগে রেকর্ডটি দখলে ছিল প্যাট কামিন্স ও লোকেশ রাহুলের।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন জাইসওয়াল। তিনি ইনিংসের শুরুটাই করেন ছক্কা হাঁকিয়ে। নিতীশ রানার পরের বলেও ছয় রান তুলেন তিনি। পরের দুই বলে টানা দুটি চার হাঁকান উদীয়মান এ তারকা। এরপরের বলে দৌড়ে ২ রান নেন। শেষ বলে আবার চার হাঁকান তিনি। তাতে প্রথম ওভারেই রাজস্থান তুলে ২৬ রান। ইনিংসের তৃতীয় ওভারে গিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ হয় জাইসওয়ালের।

আরও পড়ুন: ধোনির জাদুতে খাদের কিনারে মুস্তাফিজের দিল্লি

জাইসওয়ালের আগে ১৪ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে লিখিয়েছিলেন রাহুল। ২০১৮ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ওই রেকর্ড করেন তিনি। ২০২২ সালে ১৪ বলে হাফসেঘঞ্চুরি করেছিলেন প্যাট কামিন্সও। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *