<![CDATA[
মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ জুন) বিকেলে জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামে রফিক চেয়ারম্যান ও জাহাঙ্গীরের মধ্যে দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে রফিক চেয়ারম্যানের সমর্থক নওশের তার বাড়ির সমনে পেয়ে জাহাঙ্গীরের সমর্থক নায়েব আলী মারধর করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য সবুজ সিংহ ও শিমুলসহ উভয় পক্ষের মোট সাতজন আহত হয়।
আহতদের মধ্যে মেহরাব হোসেন, মহসিন, এনামুল বিশ্বাস, রওশন বিশ্বাসকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হওয়ায় শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান এসআই মো. আজম।
]]>