Skip to content

আওয়ামী লীগ নতুন ফাঁদ পাতছে: মির্জা ফখরুল | বাংলাদেশ

আওয়ামী লীগ নতুন ফাঁদ পাতছে: মির্জা ফখরুল | বাংলাদেশ

<![CDATA[

আওয়ামী লীগ আবারও অবৈধপথে ক্ষমতায় যেতে নতুন করে ফাঁদ পাতছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ জুলাই) এক দফা দাবিতে চট্টগ্রামে বিএনপি অঙ্গসংগঠন শ্রমিক দলের বিভাগীয় মহা সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, প্রশাসনকে নতুন করে সাজিয়ে কৌশল আবারও ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে সরকার।

সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে তিনি আরও বলেন, এখন সময় সরকারের পদত্যাগ করার। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

আরও পড়ুন: পদযাত্রার মাধ্যমেই এক দফার বাস্তবায়ন: মির্জা ফখরুল

সমাবেশ থেকে আগামী ১৯ জুলাই আবারও চট্টগ্রামে পদযাত্রার ডাক দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠন।

রোববার সমাবেশের আগে দুপুর থেকেই স্লোগান স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল। খণ্ডখণ্ড মিছিলে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, তিন পার্বত্য-জেলা ও বিভাগের নানা জেলা থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয় আশেপাশের সড়ক। বেলা তিনটায় শুরু হয় সমাবেশ। কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঞ্চে উঠেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *