<![CDATA[
দ্বাদশ জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও দল গোছানোর কার্যক্রম ততই বাড়ছে। প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। এর বাইরেও বিভিন্ন সভা-সেমিনার তো আছেই। যেখানে অংশ নিচ্ছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা।
চলুন আজ মঙ্গলবার (২২ নভেম্বর) কোথায় কী আয়োজন রয়েছে এক নজরে দেখে নেয়া যাক-
একনেক সভা
পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সকাল ১০টায় একনেক সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে উপস্থিত থাকবেন। সভা শেষে বেলা ১২টায় ব্রিফ করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ওবায়দুল কাদেরের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিএনপির প্রতিবাদ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রনেতা নয়নের হত্যার প্রতিবাদে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।
শ্রমিক দলের গণসমাবেশ
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকার গণসমাবেশ সফল করার লক্ষ্যে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু।
জাতীয় পার্টির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।
গোলটেবিল বৈঠক
সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর নগর ভাবনা ও বাংলাদেশ ২০৪১: স্বপ্ন, সম্ভাবনা ও বাস্তবায়নের পথনকশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এসএমই ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
দশম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনের ৮ম তলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
আগামী ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দশম এসএমই মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এবারের মেলায় উদ্যোক্তাদের জন্য ৩২৫টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টলের ব্যবস্থা থাকবে। সবার জন্য উন্মুক্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
বিনিয়োগ ভবনে সংবাদ সম্মেলন
বেলা ১১টায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘ইন্টারন্যাশনাল উইমেন এন্টারপ্রেনার্স সামিট’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, সংশ্লিষ্ট আইপিএ’র প্রতিনিধি এবং বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আগামী ২৩-২৪ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিআইডির সংবাদ সম্মেলন
দুপুর ১টায় রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এজেন্ট ব্যবসার আড়ালে অবৈধ হুন্ডি ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেফতার ৫ জনের বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
বিশ্বকাপের ডিজিটাল স্ক্রিন উদ্বোধন
বিকেল ৩টায় রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড সংলগ্ন মাঠে কাতার ফুটবল বিশ্বকাপের খেলা বড় পর্দায় (ডিজিটাল স্ক্রিন) মাসব্যাপী প্রদর্শনের উদ্বোধন করবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
]]>