Skip to content

আবাহনী ক্লাব পরিদর্শনে রিভার প্লেটের প্রতিনিধি দল | খেলা

আবাহনী ক্লাব পরিদর্শনে রিভার প্লেটের প্রতিনিধি দল | খেলা

<![CDATA[

আবাহনী লিমিটেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছে ঢাকায় সফররত রিভার প্লেটের প্রতিনিধি দল। দ্রুতই দুই ক্লাবের মধ্যে কাজ শুরু করতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে আর্জেন্টাইন ক্লাবটি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির আবাহনী ক্লাব পরিদর্শনে যায় রিভার প্লেটের প্রতিনিধি দল। অভ্যর্থনা পর্ব শেষ করে অতিথিদের নিয়ে ক্লাব কম্পাউন্ড পরিদর্শন করেন আবাহনীর কর্মকর্তারা। জীর্ণ অবস্থা থেকে নতুন রূপে ফিরতে কাজ চলছে। তাই একটু সময় নিয়েই ক্লাবের ভাবনাগুলো বোঝাতে হয়েছে রিভার প্লেটের প্রতিনিধি দলকে। 

আরও পড়ুন: কারা জায়গা পেলেন ফিফার বর্ষসেরা একাদশে?

আর্জেন্টাইন ক্লাবটির জাতীয় ও আন্তর্জাতিক স্কাউটিং ম্যানেজারের গঞ্জালো বলেন, ‘আবাহনীর কাঠামো এবং পরিকল্পনা শুনে আমাদের ভালো লেগেছে। আশা করছি আমরা দুপক্ষ একত্রে কাজ করতে পারব। বিভিন্ন দেশে আমাদের একাডেমি আছে। এরই অংশ হিসেবে এখানেও আমাদের একাডেমি করার ইচ্ছা রয়েছে।’

গঞ্জালো আরও বলেন, ‘ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আছে, এটা কাজে লাগানো যাবে। রিভার প্লেটের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সঠিক পরিকল্পনা থাকলে এখান থেকেও ভালো মানের ফুটবলার তৈরি করা সম্ভব।’

আরও পড়ুন: দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন থিয়াগো সিলভা

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, ‘আমরা তাদের একটি প্রাথমিক ধারণা দিয়েছি। তাতে তারা খুব খুশি। আশা করি আমরা সুযোগ কাজে লাগাতে পারব। তারা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করা হবে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *