Skip to content

আবুধাবি গেলেন আফিফ ও মেহেদী

আবুধাবি টি-টেন লিগ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটার আফিফ এবং মেহেদী। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের পর পরই দুবাইয়ের বিমান ধরেন তারা।

টি-টেন লিগে বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মেহেদী হাসান। এ দলের আইকন ক্রিকেটার আফিফ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তারা। 

এদিকে, টেস্টের প্রাথমিক দলে নাম থাকায়, আবুধাবি যাওয়ার অনুমতি পাননি পেসার তাসকিন আহমেদ। আফিফ-মেহেদীর আগেই আবুধাবিতে নিজ নিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলতে ২৩ তারিখ দেশ ছেড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই দলের আরেক সদস্য মুক্তার আলী ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। আর পুনে ডেভিলসের হয়ে খেলতে আবুধাবি পৌঁছিছেন নাসির হোসেন।

DMCA.com Protection Status

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *