<![CDATA[
বিদেশের মাটিতে ধীরে ধীরে বাংলা বর্ণমালার চর্চা বাড়ছে বাংলাদেশিদের মধ্যে। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে বাংলা ভাষাকে তুলে ধরছেন।
কর্মসংস্থান, বিনিয়োগ ও জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধীরে ধীরে যেমন প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, তেমনি বাংলা ভাষা এবং বাংলা বর্ণমালারও চর্চা বাড়ছে। কিছুদিন আগেও যেখানে প্রবাসী পরিবারগুলো তাদের সন্তানদের ইংরেজি শেখানোকে আধুনিকতা মনে করত, সেখানে এখন শুদ্ধ বাংলা ভাষা জানা আধুনিকতার অংশ হিসেবে দেখছেন প্রবাসীরা। মাতৃভাষার প্রতি ভালোবাসা নিয়ে তারা প্রতিটি কর্মক্ষেত্রে নানাভাবে বাংলাকে তুলে ধরছেন দারুণভাবে।
বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষাকে বিদেশের মাটিতে শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে দুবাইয়ে বিশাল এক বইমেলার আয়োজনও করেছিল বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এতে প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা ও শিক্ষা প্রসঙ্গে ব্যাপক সারা পড়ে।
আরও পড়ুন: শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক নির্মাণ করবে আরব আমিরাত
আমিরাতের দুটি স্কুলেও বাংলা শেখার প্রচলন চালু করা হয়েছে। তবে দেশটির দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কোয়েন ও ফুজিরায় বাংলাদেশি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শুদ্ধ বাংলাচর্চা থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসী শিক্ষার্থীরা।
তবে আমিরাতের বিভিন্ন শহরে প্রবাসীদের মাঝে বাংলা চর্চার উৎসাহ চোখে পড়ার মতো। প্রবাসী বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা বর্ণমালার ব্যবহার বাংলা ভাষা প্রসঙ্গে জানার আগ্রহ বাড়াচ্ছে বিদেশিদের মাঝেও।
সংযুক্ত আরব আমিরাতে অফিস আদালতে ডকুমেন্টেস কার্যক্রমে ইংরেজি ও আরবি ভাষা ব্যবহার করা হয়। আরবের বহু নাগরিক হিন্দি ও উর্দু ভাষা চর্চা করেন দ্বিতীয় ভাষা হিসেবে। তবে সেখানে বাংলা ভাষা চতুর্থ পর্যায়ে থাকলেও বিদেশিদের মাঝে এই ভাষার প্রচলন এখনও গড়ে ওঠেনি।
]]>