Skip to content

আর্জেন্টিনা জয়ের ম্যাচে দেখল লাল কার্ড | খেলা

আর্জেন্টিনা জয়ের ম্যাচে দেখল লাল কার্ড | খেলা

<![CDATA[

ভক্তদের হতাশ করেননি আকাশি-নীল জার্সি পরে খেলতে নামা আর্জেন্টাইন ফুটবলাররা। প্রথম ম্যাচের পরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলটি তুলে নিয়েছে দ্বিতীয় জয়। তবে দ্বিতীয় জয়ের দিনে লাল কার্ডও দেখতে হয়েছে আলবিসেলেস্তেদের।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত ৩টায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় আজেন্টিনা ও গুয়েতেমালা। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় আকাশি-নীলরা। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল স্বাগতিক আর্জেন্টিনা।

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেজো ভেলিজ, লুকা রোমেরো এবং ম্যাক্সিমো পেরোন। ম্যাচটিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার টমাস অ্যাভিলেস। এ দিন শুধু আর্জেন্টিনার খেলোয়াড় লাল কার্ড দেখেননি। প্রতিপক্ষ গুয়েতেমালার মিডফিল্ডার কার্লোস সান্তোস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

 

আরও পড়ুন: সতীর্থের অপমানে নেইমারের গর্জন

পরপর দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডের। 

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *