<![CDATA[
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ে করেছেন বলিউডেরই আরেক তারকা রণবীর কাপুরকে। সম্প্রতি হয়েছেন মা। সবমিলিয়ে বলা যায় সুখের সংসার। সেই সুখের সংসারে আবার এলো সুসংবাদ। বলিউড পেরিয়ে হলিউডে যাত্রা শুরু হতে যাচ্ছে মহেশ ভাটের কন্যার।
হলিউডের গাল গ্যাডোট এবং জেরিমি ডরনানের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া। ছবির নাম ‘হার্ট অব স্টোন’। সম্প্রতি ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে আলিয়া ভাটকে। মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা মহেশ ভাট।
আরও পড়ুন: হৃতিককে প্রেমের প্রস্তাব প্রৌঢ়ার
মহেশ ভাট ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘হলিউড শুনেই কুঁকড়ে যায়নি আলিয়া বরং আন্তর্জাতিক তারকাদের পাশে সোজা হয়ে দাঁড়িয়েছে। বাকিদের পাশে ওকে মোটেই কম গুরুত্বপূর্ণ মনে হয়নি। আমার বুক গর্বে ফুলে উঠেছে।’
আরও পড়ুন: মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন কঙ্গনা
‘হার্ট অব স্টোন’র ট্রেইলারে খুব বেশিক্ষণ দেখা যায়নি আলিয়া ভাটকে। তাই আলিয়া ভক্তরা অসন্তুষ্ট। তবে যততুকু দেখা গেছে তাতেও সন্তুষ্ট অনেক অনুরাগী। প্রথম হলিউডের সিনেমাতেই ভিলেন হিসেবে দেখা যাবে রণবীর কাপুর পত্নীকে। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে ‘হার্ট অব স্টোন’।
]]>