Skip to content

আল নাসরকে জেতালেন রোনালদো | খেলা

আল নাসরকে জেতালেন রোনালদো | খেলা

<![CDATA[

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জিতল আল নাসর। আল শাবাবের বিপক্ষে তাদের জয় ৩-২ গোলে।

মঙ্গলবার (২৩ মে) কেএসইউ স্টেডিয়ামে ২৫ মিনিটে লিড নেয় শাবাব। পেনাল্টি থেকে এ সময় শাবাবকে এগিয়ে নেন ক্রিস্টিয়ান গুয়ানকা। ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে ক্রিস্টিয়ানের পা থেকে। প্রথমার্ধের বিরতির ৫ মিনিট আগে এ গোলটি করেন তিনি।

আরও পড়ুন: সতীর্থের অপমানে নেইমারের গর্জন

এরপর আক্রমণে দাপট দেখিয়েছে রোনালদোর দল। ৪৪ মিনিটে তালিস্কা গোল করে ম্যাচের ব্যবধান কমান। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে ৫১ মিনিটে নাসরের হয়ে আরেকটি গোল করেন আবদুল রহমান ঘারিব। ২-২ গোলে সমতায় ফেরা ম্যাচে এরপর নতুন গতির সঞ্চার হয়।

৫৯ মিনিটে দৃশ্যপটে রোনালদো। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে আল শাবাবের জালভেদ করেন তিনি। এ নিয়ে সৌদি প্রো লিগে ১৪ গোল করলেন পর্তুগিজ তারকা।

আরও পড়ুন: সিটির শিরোপা উদযাপনে আলভারেজের গালে চুমু

এ জয়ের ফলে ২৮ ম্যাচে ১৯টি জয় পেল আল নাসর। ৩ ম্যাচে হারার পাশাপাশি তারা ড্র করেছে ৬ ম্যাচে। আল নাসরের নামের পাশে ৬৩ পয়েন্ট, তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইত্তিহাদ। সমানসংখ্যক ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শাবাব আছে টেবিলের তিন নম্বরে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *