<![CDATA[
২১ বছর বয়সী বাংলাদেশি-ব্রিটিশ ব্যাটসম্যান রবিন দাস আয়ারল্যান্ডের বিপক্ষে এসেক্সের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
শুক্রবার (২৬ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচে খেলতে নামেন রবিন দাস। ম্যাচটিতে ১১৮ বলে ১৩২ রান করেন রবিন।
আরও পড়ুন: মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাট
ম্যাচটি ছিল আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। যেখানে এসেক্সের হয়ে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামেন রবিন। ১১৮ বলে ২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি করেন ১৩২ রান। এটিই ছিল তার দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
রবিনের রানে ভর করে ৭১.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে এসেক্স দলের সংগ্রহ দাঁড়ায় ৩৪৩ রান। জবাবে প্রথম দিনে ১৬ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ৩৮ রান তোলে আয়ারল্যান্ড। ফলে প্রথম দিন শেষে ৩০৫ রানে পিছিয়ে রয়েছে আইরিশরা।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতে মাঠে নেমেছিলেন রবিন দাস। তখন থেকে আলোচনায় এ বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস। তার পৈতৃক নিবাস সুনামগঞ্জে। ফলে অসংখ্যবার বাংলাদেশে পা রেখেছেন তিনি।
]]>