<![CDATA[
বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা। ঢাকার রাস্তার অতিপরিচিত এই বাহনের চালকের আসনে এবার জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। যাত্রীরাও যেনতেন কেউ নয়। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ বসেছেন যাত্রীর আসনে। সম্প্রতি দেখা গেছে এমন দৃশ্য।
১ মার্চ মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের খেলা। তার আগে রিকাশা চালাতে রাস্তায় নেমে পড়েছেন তাসকিন! -অবাক হচ্ছেন? পেশা হিসেবে ঢাকার রাজপথে রিকশা চালানকে বেছে নেননি জাতীয় দলের এই পেসার। রিকশা তিনি চালিয়েছেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনে। তাও নিতান্তই শখের বশে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশে সফররত ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য সংবর্ধনার আয়োজন করেছিল। সেখানে আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলও।
আরও পড়ুন:হাথুরু ফেরায় উচ্ছ্বসিত তাসকিন
ব্রিটিশ হাইকমিশনেই সাজিয়ে রাখা হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশা। রিকশা দেখে সেখানে মজা করে ছবি তুলছিলেন ইংলিশ খেলোয়াড়রা। বাংলাদেশের ক্রিকেটাররাও যোগ দেন তাদের সঙ্গে।
সেখানেই এক ফ্রেমে বন্দি হন তাসকিন, আর্চার ও আদিল রশিদ। রিকশার যাত্রী বেশে যেখানে দুই ইংলিশ ক্রিকেটার ও চালকের আসনে বাংলাদেশি পেস তারকা। ছবিতে তিনজনই ধরা পড়েছেন হাসিমুখে।
সে ছবি তাসকিন পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকার ব্রিটিশ হাই কমিশনে জোফরা আচরার এবং আদিল রশিদের সঙ্গে কিছু মজার সময়।’
রোববার রাতে পোস্ট করা সে ছবি এখন পর্যন্ত দেখেছেন ৩ লাখ ১৮ হাজার মানুষ, আর মন্তব্যের ঘরে জমা পড়েছে ৬ হাজার মন্তব্য। এছাড়া শেয়ার করেছেন ৫৫০ জন।
]]>