<![CDATA[
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনে অবশ্যই জিতবে, যেমনটা জিতেছিল ৮০ বছর আগে।’ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্ট্যালিনগ্রাদ যুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনে চলমান যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি জার্মানির ওপর রাশিয়ার বিজয়ের সঙ্গে তুলনা করেন পুতিন। তিনি বলেন, ‘রাশিয়া শুরু থেকেই ইউক্রেনে বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল, যেমনটা ছিল ৮০ বছর আগে স্ট্যালিনগ্রাদ যুদ্ধের ফলাফলের বিষয়ে।’
আরও পড়ুন: দূরপাল্লার মার্কিন রকেট পাচ্ছে ইউক্রেন, মস্কোর হুঁশিয়ারি
ইউক্রেনে জার্মানির লোপার্ড-২ ট্যাংক পাঠানোর বিষয়টির সমালোচনা করে পুতিন আরও বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের আবারও জার্মানির মোকাবিলা করতে হচ্ছে।’
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘রাশিয়া এই সংকট কাটিয়ে উঠে আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। কারণ রাশিয়া জানে কীভাবে নিজেদের রক্ষা করতে হয়। রুশ রাষ্ট্রায়ত্ত একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।’
লাভরভ বলেন, ‘রাশিয়া ইউক্রেনে শান্তি আনার জন্য প্রস্তুত। তবে একই সঙ্গে শান্তির পাশাপাশি নিজেকে রক্ষাও করতে হবে।’
তিনি আরও বলেন, ’২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আক্রমণের বর্ষপূর্তিতে পশ্চিমা মিত্ররা যেসব অনুষ্ঠানের আয়োজন করবে রাশিয়ার আয়োজন সেগুলোকে ম্লান করে দেবে।’
আরও পড়ুন: ‘মহা প্রতিশোধ’ নেয়া শুরু করেছে রাশিয়া: জেলেনস্কি
লাভরভ জানান, নিউইয়র্কের বাইরে যেন অন্য কোনো জায়গায় সেদিন কোনো অনুষ্ঠান না হয় সে লক্ষ্যে রুশ কূটনীতিবিদরা কাজ করে যাচ্ছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
]]>