Skip to content

ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করবে অস্ট্রেলিয়ার ধনকুবের | আন্তর্জাতিক

ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করবে অস্ট্রেলিয়ার ধনকুবের | আন্তর্জাতিক

<![CDATA[

রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ভেঙে পড়া অবকাঠামো পুনর্নির্মাণ করতে একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার ধনকুবের অ্যান্ড্রু ফরেস্ট। এই তহবিলে ফরেস্ট ও তার স্ত্রী ৫০ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন। সামগ্রিকভাবে এই তহবিল ২ হাজার ৫০০ কোটি ডলার হতে পারে। খবর বিবিসি।

ইউক্রেন গ্রিন গ্রোথ ইনিশিয়েটিভ এই তহবিলের অর্থ প্রাথমিকভাবে অবকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে জ্বালানি এবং টেলিকম নেটওয়ার্কগুলো পুনর্গঠন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ানরা আমাদের অবকাঠামো ধ্বংস করেছে, সেটার বদলে আমার এখন আরও অত্যাধুনিক সবুজ এবং ডিজিটাল অবকাঠামো পাব, আমরা এই সুবিধা নেব।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এরপর যুদ্ধ বন্ধে মার্চ মাসের শুরুর দিকে অ্যান্ড্রু ফরেস্ট এ বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলাপ শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে: জেলেনস্কি

রুশ হামলায় ইতোমধ্যে ইউক্রেনের ১০ হাজার কোটি ডলারের সমপরিমাণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধ শেষ হলে পুরো ইউক্রেন পুনর্গঠনে ৭০ হাজার কোটি ডলার প্রয়োজন। ফরেস্টের এমন উদ্যোগে বদলে যেতে পারে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সামগ্রিক চিত্র।

ফরেস্ট বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এই অর্থ পুরনো কয়লাচালিত এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নতুন সবুজ শক্তি দিয়ে প্রতিস্থাপন করার সুযোগ হিসেবে দেখছেন। 

তিনি বলেন, ইউক্রেন থেকে রাশিয়ান বাহিনী প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই এই অর্থ পাওয়া যাবে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ান নাগরিক অ্যান্ড্রু ফরেস্ট ১৭ দশমিক ৭ বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদের মালিক।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *