Skip to content

ইতালিয়ান ক্লাবগুলোর সামনে বড় সুযোগ | খেলা

ইতালিয়ান ক্লাবগুলোর সামনে বড় সুযোগ | খেলা

<![CDATA[

চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ১২ আসরে শিরোপা জেতেনি সিরি’আর কোনো ক্লাব। এই ১২ আসরের মধ্যে জুভেন্টাস দুই বার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি একবারও। তবে এবার ভালো সুযোগ থাকছে ইতিলিয়ান ক্লাবগুলোর সামনে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের তিন ক্লাবই সিরি’আর।

শুক্রবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ইংলিশ ক্লাব চেলসিকে শেষ আটের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ.

দুর্দান্ত খেলে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা নাপোলি খেলবে এসি মিলানের বিপক্ষে। সিরি’আর আরেক ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রতিপক্ষ চূড়ান্ত

শক্তির বিচারে বেনফিকার বিপক্ষে বেশ এগিয়েই থাকবে ইন্টার মিলান। দুদলের তিন দেখায় কোনো ম্যাচ জেতেনি বেনফিকা। দুইবার ড্র করার পাশাপাশি একটি ম্যাচ জিতেছে ইন্টার। তবে বেনফিকার সাম্প্রতিক ফর্ম অবশ্য দুর্দান্ত। নিজেদের সবশেষ ৬ ম্যাচের সবকটিতে জিতেছে পর্তুগিজ ক্লাবটি। তাই ম্যাচ এক তরফা হওয়ার সম্ভাবনা কম, দুদলেরই সম্ভাবনা থাকবে।

আরেক কোয়ার্টার ফাইনালে এসি মিলান ও নাপোলির লড়াইটাও জমবে। পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম নাপোলিকে কিছুটা এগিয়ে রাখলেও ইতালিয়ান চ্যাম্পিয়নরাও শক্তির বিচারে তেমন পিছিয়ে নেই। এই কোয়ার্টার থেকে ইতালিয়ান একটা দল নিশ্চিতভাবেই আসছে আর প্রথম ম্যাচ থেকেও ইন্টারের সেমিফাইনালে আসার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয়, তাহলে একটি ইতালিয়ান ক্লাব নিশ্চিতভাবেই ফাইনাল খেলবে।  

আরও পড়ুন: ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শেষ আটে নাপোলি

গেল মৌসুমেও কোয়ার্টার ফাইনালের ব্লুজদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল রিয়াল। যেখানে লস ব্লাঙ্কোসরা দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। এবার স্প্যানিশ জায়ান্টদের হারিয়ে সে প্রতিশোধ তুলে নেওয়ার সুযোগ থাকছে পটারের শিষ্যদের সামনে।

তবে রিয়াল যদি জেতে, তবে ম্যানসিটি আর বায়ার্নের কাউকে পাবে প্রতিপক্ষ হিসেবে। গত মৌসুমেও সিটিকে সেমিফাইনাল হারিয়ে ফাইনালে খেলেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

চলতি মৌসুমে সবার ধরাছোঁয়ার বাইরে রয়েছে নাপোলি। লিগে শীর্ষস্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নিজের গ্রুপে শীর্ষে থেকে প্রথমবারের মতো পরের রাউন্ডে উঠেছে তারা। আর দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে ইন্টার মিলান।

এবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১১ ও ১২ এপ্রিল। এক সপ্তাহ পর ১৮ ও ১৯ এপ্রিল হবে ফিরতি লেগের লড়াই।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *