Skip to content

ইতিহাসের সবচেয়ে দামি সেন্টার ব্যাক এখন ভার্ডিয়োল | খেলা

ইতিহাসের সবচেয়ে দামি সেন্টার ব্যাক এখন ভার্ডিয়োল | খেলা

<![CDATA[

হ্যারি ম্যাগুইয়ারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি সেন্টার ব্যাক এখন ক্রোয়েশিয়ার জস্কো ভার্ডিয়োল। তাকে ৯০ মিলিয়ন ইউরো খরচে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

 

তিনি জানিয়েছেন, ভার্ডিয়োলের বিষয়ে লাইপজিগ ও ম্যানসিটির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাকে দলে ভেড়াতে ৯০ মিলিয়ন ইউরো খরচ করবে ম্যানসিটি। তবে সেখানে যোগ হবে না কোনো বোনাস। বৃহস্পতিবার রাতে তিনি ম্যানসিটির উদ্দেশে রওনা দেবেন। শুক্রবারে তার প্রথম মেডিকেল।

 

আরও পড়ুন: ৫৯৬ কোটি টাকায় পিএসজিতে পাড়ি দিলেন দেম্বেলে

 

মূলত গত কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে রক্ষণে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইউরোপীয় জায়ান্টদের নজরে আসেন ভার্ডিয়োল। তাকে দলে পেতে একাধিক ক্লাব মাঠে নামলেও শেষ পর্যন্ত ম্যানসিটিই সফল হয়েছে।

 

২১ বছর বয়সী এ তরুণকে পেতে অবশ্য দলবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ম্যানসিটি। এর আগে কোনো সেন্টার ব্যাককে দলে ভেড়াতে সর্বোচ্চ খরচ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৯ সালে ৮৭.১ মিলিয়ন ইউরো খরচে লেস্টার সিটি থেকে ম্যাগুইয়ারকে দলে ভিড়িয়েছিল ইউনাইটেড। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *