Skip to content

ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিল লুটন টাউন | খেলা

ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিল লুটন টাউন | খেলা

<![CDATA[

ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) স্থান করে নিল লুটন টাউন এফসি। ২০০৯-১০ মৌসুমেও যারা কি না খেলত জাতীয় লিগে। বলে রাখা ভালো, জাতীয় লিগ ইংল্যান্ডের পেশাধার লিগের কাতারেই নেই, লেভেলের দিক থেকে যার অবস্থান পাঁচে। সেখান থেকে প্রথম দল হিসেবে ইপিএলে জায়গা পেল লুটন।

২০০৯-১০ মৌসুমে প্রথমবারের মতো জাতীয় লিগে অবনতি হয় লুটনের। এরপর আরও চার মৌসুম এই সেমি-লিগটিতে খেলে তারা। ২০১৩-১৪ মৌসুমে প্রতিযোগিতাটির শিরোপা জিতে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ ‘ডিভিশন টু’তে জায়গা করে নেয় লুটন, মানের দিক থেকে যার স্থান চারে। ২০১৮-১৯ মৌসুমে তারা স্থান পায় লিগ ওয়ানে। সেখান থেকে ২০১৯-২০ মৌসুমে উঠে আসে দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে।

আরও পড়ুন: রোনালদোকে টপকে মেসির বিশ্বরেকর্ড

তিন মৌসুম পর এবার চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয় লুটন। ফলে তারা প্লে-অফ খেলার সুযোগ পায়। প্লে-অফে শনিবার (২৭ মে) কভেন্ট্রি সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে স্থান করে নিল লুটন। কভেন্ট্রির বিপক্ষে প্লে-অফে পেনাল্টিতে লুটনের জয় ৬-৫ গোলে। নির্ধারিত ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকলে পেনাল্টি অনুষ্ঠিত হয়। যেখানে কভেন্ট্রির ফানকাটি ডাবো পেনাল্টি মিস করায় কপাল খোলে লুটনের।

লুটন ছাড়াও চ্যাম্পিয়নশিপ থেকে এবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে আরও দুটি টিম। তারা হলো- বার্নলে ও শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্রিমিয়ার লিগে উন্নতি হয় তাদের।

আরও পড়ুন: জোড়া পুরস্কারের যে রেকর্ড শুধুই হলান্ডের

প্রসঙ্গত, লুটন প্রিমিয়ার লিগে না খেললেও তাদের প্রথম ডিভিশন ‍ফুটবলে পদচারণা ছিল। ৩১ বছর আগে সবশেষ ইংল্যান্ডের প্রথম ডিভিশন ফুটবলে খেলেছিল তারা, যা ১৯৯২-৯১ মৌসুম থেকে প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিস্থাপিত হয়।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *