Skip to content

ইসরাইল থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে আরব দেশগুলো | আন্তর্জাতিক

ইসরাইল থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে আরব দেশগুলো | আন্তর্জাতিক

<![CDATA[

ইসরাইল গত বছর ১ হাজার ২৫৫ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করেছে। যার বেশিরভাগই কিনেছে আরব দেশগুলো। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতিরক্ষা সামগ্রীর বিক্রি বেড়েছে। পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যের ক্যান্সার উপাধি পাওয়া ইসরাইলও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তেল আবিব গত বছর ১ হাজার ২৫৫ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করেছে।

বিবিসি জানায়, গত তিন বছরের তুলনায় ২০২২ সালে ইসরাইলের যুদ্ধাস্ত্র বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। গত দশ বছরের তুলনায় যা দ্বিগুণ। বিক্রি হওয়া এসব যুদ্ধ সরঞ্জামের মধ্যে ২৫ শতাংশ ড্রোন ও ১৯ শতাংশ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছাতে শুরু করেছে

এসব সরঞ্জামের এক-চতুর্থাংশই কিনেছে আরব দেশগুলো। নাম উল্লেখ করা না হলেও, ২৪ শতাংশই আব্রাহাম অ্যাকোর্ডস চুক্তির আওতায় থাকা দেশগুলো কিনেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। মরক্কো ও সুদানেও তেল আবিব যুদ্ধাস্ত্র বিক্রি করেছে বলে জানা গেছে।

এছাড়া এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোতে ৩০ শতাংশ, ইউরোপে ২৯ শতাংশ ও উত্তর আমেরিকায় ১১ শতাংশ প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করেছে তেল আবিব।

এদিকে, এ বছরের শেষের দিকে ইসরাইলের কাছ থেকে ৪৬ হাজার ৫৭৪ কোটি টাকা দিয়ে অ্যারো-থ্রি ক্ষেপণাস্ত্র কেনার কথা জানিয়েছে জার্মানি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *