Skip to content

ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই রংপুর থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা | বাংলাদেশ

ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই রংপুর থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা | বাংলাদেশ

<![CDATA[

আপনজনদের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। দেশের বিভিন্ন স্থানের মতো রংপুর থেকেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। বাড়তি ভাড়া ও ভোগান্তি নিয়ে যাত্রীদের নেই কোন অভিযোগ।

রোববার (২ জুলাই) সকালে নগরীর মর্ডান মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই চিত্র দেখা গেছে।

যাত্রীরা বলছেন, বৃষ্টি ছাড়া এ ঈদে কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে।

অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটির কারণে এখনও ঢাকায় সেই পরিমাণ মানুষ ঢুকছে না। এ কারণে যাত্রীদের ভিড়টা অনেকটাই কম। ফলে ঢাকা যাওয়ার ভাড়াটাও নিতে হচ্ছে কম।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

শরীফ উদ্দিন নামে এক যাত্রী বলেন, টিকেট পেতে কোন সমস্যা হয়নি আর ভিড়টাও কম। গত দুই ঈদ আগে এখানে অনেক ভিড় ছিল। প্রায় সময় দীর্ঘ যানজট লেগেই থাকতো এখানে। কিন্তু এখন পুলিশ ও র‍্যাবের কন্ট্রোল রুম থাকায় এখন কোন সমস্যা হচ্ছে না আমাদের।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ বিভাগ) আমজাদ হোসেন বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার সময় যাত্রীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুরের মর্ডান মোড়ে র‍্যাব, রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ কন্ট্রোলরুম ও সাপোর্ট সেন্টার ঈদের আগে-পরে যাত্রীদের ভোগান্তি ও নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে।

তিনি আরও বলেন, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যাত্রীদের ভিড় বাড়বে। সেক্ষেত্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। যাতে কোন প্রকার অতিরিক্ত যানজট ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক খেয়াল রাখবে পুলিশ।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *