<![CDATA[
কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ ইলিয়াছ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মামুন রশিদের ছেলে। ইলিয়াছের দুই স্ত্রী ও সন্তান রয়েছে।
এপিবিএন কর্মকর্তা বলেন, ঘরের মেঝে থেকে ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘরটিতে লোকজন ছিল না। নিহতের গলায় রশি জাতীয় কিছু একটার আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: ক্যাম্পে এনজিও শিক্ষিকাকে কোপাল রোহিঙ্গা যুবক
স্থানীয়রা জানিয়েছেন, পরিবারে কলহ ছিল। তার মৃত্যু রহস্যজনক। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ছৈয়দ হারুনুর রশিদ।
]]>