Skip to content

উত্তরবঙ্গের যাত্রীরা ফেরত পাবেন টিকিটের টাকা | বাংলাদেশ

উত্তরবঙ্গের যাত্রীরা ফেরত পাবেন টিকিটের টাকা | বাংলাদেশ

<![CDATA[

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় শুক্রবার (৫ মে) উত্তরবঙ্গের সব ট্রেন ৫-৬ ঘণ্টা দেরিতে চলাচল করবে।

যাত্রা বিলম্ব হওয়ায় যাত্রীরা চাইলে টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে, যারা কাউন্টারে কেটেছেন তারা কাউন্টারে টিকিট জমা দিতে পারবেন।

 

এদিকে উল্লাপাড়া রেল স্টেশনের পয়েন্টসম্যান লিমন হোসেন জানান, দুপুরে উল্লাপাড়া রেল স্টেশনে মালবাহী একটি ট্রেন সানন্টিং করার সময় ইঞ্জিনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। 

 

আরও পড়ুন: উল্লাপাড়ায় বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ 

 

এরপর থেকেই রাজধানী ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে স্টেশনে আসা যাত্রীরা।

 

পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বগি সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *