Skip to content

উত্তরায় বস্তিতে আগুন, মেয়র আতিকের অর্থসহায়তা | বাংলাদেশ

উত্তরায় বস্তিতে আগুন, মেয়র আতিকের অর্থসহায়তা | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীর উত্তরায় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় সোনালী ব্যাংক অফিসার্স কোয়াটার্স সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তনাধীন।

খবর পেয়ে আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উত্তরা ও টঙ্গীর ছয়টি ইউনিট সমন্বিতভাবে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন:  উত্তরার বস্তিতে লাগা আগুনে পুড়েছে বেশ কিছু বসতঘর

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০০-১১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুতই আর্থিক সহায়তা দেয়া হবে।

তাৎক্ষণিকভাবে ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মো. জুলকার নায়ন, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসান, স্থানীয় কাউন্সিলর আফসার উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা-১৮ সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।
 

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য কাউন্সিলরের পক্ষ থেকে রাতের খাবারসহ জরুরি প্রয়োজনীয় বিষয়ে ব্যবস্থা নেয়ার হবে বলে জানা গেছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *