<![CDATA[
বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ মে) রাজধানীর উত্তরার বাসা ছেড়ে গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসের পাশের একটি বাসায় উঠেছেন তিনি।
এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম অসুস্থ। তার চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে মির্জা ফখরুল ইসলাম বাসা পরিবর্তন করেছেন। এটি স্বাভাবিক বিষয়।
গত এক যুগের বেশি সময় ধরে উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় থাকতেন বিএনপি মহাসচিব। এর আগে ঢাকা মহানগর বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিকবার মির্জা ফখরুলের উত্তরার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করার মতো ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: বিএনপি নেতকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান
গত বছরের ৮ ডিসেম্বর উত্তরার বাসা থেকে গ্রেফতার হন বিএনপি মহসচিব। প্রায় ৪২ দিন কারাভোগের পর বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। গুলশানের অফিস করতে রাস্তায় যানজটের কারণে ভোগান্তির কারণ বিবেচনাও বাসা পরিবর্তনের কারণ বলে বিএনপি সূত্রে জানা যায়।
]]>