<![CDATA[
একবার গোল তারপরে সমতা, এভাবেই ড্রয়ের পথে হাঁটছিল মাইনৎস ও শালকে। তাতে উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছিল পুরো ম্যাচ। এমন সময়ে ভুল করে বসে মাইনৎস। আর সেই ভুলের মাশুল বুঝিয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শালকে।
শুক্রবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় মাইনৎস ও শালকে। ম্যাচটিতে ২-৩ গোলের জয় পায় শালকে। দলটির হয়ে জোড়া গোল করেন মারিয়াস বুল্টার ও একটি গোল পেয়েছেন টম ক্রাউস। আর মাইনৎসের হয়ে গোল দুটি করেন লিয়েন্দ্রো বারেইরো ও অ্যারন মার্টিন।
ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোলের দেখা পান মারিয়াস। তাতে দলও পেয়ে যায় লিড গোলের দেখা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শালকে। বিরতি শেষে ৫৩ মিনিটে সমতায় ফেরে ম্যাচ।
আরও পড়ুন: মেসির সঙ্গে এমন ব্যবহারে অনুশোচনা করবে পিএসজি: মাশচেরানো
অবশ্য সমতায় ফেরার সাত মিনিটের মধ্যে আবারও গোলের দেখা পায় শালকে। এবার দলটির হয়ে ডান পায়ের শট থেকে গোল করেন মিডফিল্ডার ক্রাউস। তবে কম যায়নি মাইনৎসেও। ৭০ মিনিটে দলটি ২-২ সমতা ফেরায় ম্যাচে। এভাবেই খেলা এগিয়ে চলে। মনে হচ্ছিল, ড্র নিয়েই মাঠ ছাড়বে দুদল।
কিন্তু খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়ে যায় শালকে। ডি-বক্সের মধ্যে ফরোয়ার্ড মারিয়াসকে ফাউল করে বসেন ৮৬ মিনিটে বদলি হিসেবে নামা মাইনৎসের ডিফেন্ডার অ্যান্টনি ক্যাসি। আর সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মারিয়াস। দলের জয়সূচক ও নিজের জোড়া গোল পূর্ণ করে মাঠ ছাড়েন তিনি।
]]>