Skip to content

উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা তুরস্কের | আন্তর্জাতিক

উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা তুরস্কের | আন্তর্জাতিক

<![CDATA[

ভয়াবহ ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে তুরস্ক। সোমবার (২০ ফেব্রুয়ারি) উদ্ধার অভিযান শেষ হবে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ।

রোববার (১৯ ফেব্রুয়ার) দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক-সিরিয়ায় চলতি মাসের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর তুরস্কের বেশিরভাগ প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

এএফএডি প্রধান ইউনিস সেজার বলেন, এরইমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে। এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন।

আরও পড়ুন: ভূমিকম্পের ১২ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

তিনি বলেন, আশা করি সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই আমরা উদ্ধার অভিযান পুরোপুরি শেষ করতে পারব।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের কাহারমানমারাস শহরে ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী রোববার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। বাস্তুচ্যূত হয়েছেন লাখো মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতি এ ভূমিকম্পে।

আরও পড়ুন: ২৭৮ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

এদিকে সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে ৫ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, তুরস্ক এবং সিরিয়ায় প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *