Skip to content

উপকূলের মেয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা | বাংলাদেশ

উপকূলের মেয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা | বাংলাদেশ

<![CDATA[

উপকূলীয় এলাকার মেয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে আগ্রহী করে তোলার লক্ষ্যে খুলনায় তিন জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় মেন্টর ও স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দিনব্যাপী খুলনার সিএসএস আভা সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত এই কর্মশালায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষিরা জেলার তিনটি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষকসহ ৬৫ জন অংশ নেন।

কর্মশালায় দিনব্যাপী শিক্ষকদের ট্রেনিং কারিকুলামের অরিয়েন্টেশন প্রদান করা হয়।

আরও পড়ুন: খুলনায় বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, রামপাল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ।

রামপালের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস বলেন, নতুন কারিকুলামের যে মূল উদ্দেশ্য তা বাস্তবায়নে এই প্রকল্প আমাদের অনেক সহায়ক হবে। মুনির হাসান বলেন, মেয়েরা পড়াশুনা করবে শুধুমাত্র জিপিএ ৫ এর জন্য নয়, বরং একজন প্রবলেম সলভার হয়ে স্মার্ট বাংলাদেশ তৈরিতে নেতৃত্ব দিতে। 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *