<![CDATA[
‘আমি চাই আরো বহু বছর তোমার হাতে হাত রেখে বাঁচতে। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো প্রিয়।’ বিয়ের এক বছর পূর্ণ করে এভাবেই ভালোবাসার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শরিফুল ইসলাম। আর এই প্রথম প্রকাশ্যে এনেছেন স্ত্রী ফারদিন শেখ চাঁদনীর ছবি।
শনিবার (২২ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে স্ত্রীসহ নিজের ছবি শেয়ার করেন শরিফুল ইসলাম। সেখানে তাদের বিয়ের এক বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্ল্যেখ করেন পঞ্চগড়ের এই তরুণ বাঁহাতি পেসার।
ফেসবুকে শরিফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আমাদের আকদের ১ বছর পূর্ণ হলো। আমার প্রতিটি মুহূর্ত এতো সুন্দর করার জন্য ধন্যবাদ। আমি চাই আরো বহু বছর তোমার হাতে হাত রেখে বাঁচতে। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো প্রিয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন: জার্সিতে জুয়ার বিজ্ঞাপন ঢেকে মাঠে মুশফিক-তাসকিন
এর আগে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ে চাঁদনীকে নিয়ে ঘুরতে দেখা যায় শরিফুলকে। সে সময়ে রাতারগুলসহ বিভিন্ন জায়গায় দুজনে ঘুরেছেন। তখনই তাদের বিয়ের বিষয়টি নিয়ে গুঞ্জন ওঠে। এর কিছুদিন পরেই শরিফুল নিজেই প্রকাশ্যে আনলেন বিষয়টি।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়ে চোটে পড়েন শরিফুল। বর্তমানে চোট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। সময় কাটছে পুর্নবাসন প্রক্রিয়ায়। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পরে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন তিনি।
]]>