<![CDATA[
সামনেই ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার এই মৌসুমে মুক্তি পেতে চলেছে পরিচালক সৌমজিৎ আদক-এর ভালোবাসার গল্প ‘একলা ঘর’।
মূলত এক ঘণ্টার একটি ওয়েব ছবি। যেখানে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন।
পুরোপুরি প্রেমের এই গল্পে ভিন্ন স্বাদের এক চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভকে। গল্পে তিজি অম্লান। এদিকে ঐশ্বর্যকেও এমন চরিত্রে এর আগে দেখেনি দর্শক। গল্পে তার চরিত্রের নাম সুপ্রিয়া। নব্বই দশকের নস্টালজিয়া ফিরিয়ে আনা হয়েছে ছবিতে।
ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিঞ্জন বসু, হিয়া রায়, মৌপ্রিয়া গোস্বামী, সমর দাস, রাই দাস প্রমুখ।
পরিচালক সৌম্যজিৎ আদক জানান, ‘পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যজনক বিষয় হলো ভালোবাসা, নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে ধরে রাখার জন্য মানুষ সবকিছু করতে পারে, আবার কখনো কখনো তাকে না পাওয়ার ব্যথার স্মৃতি আচ্ছাদনে কাটিয়ে দেয় গোটা জীবন। এমন একটা নিখাদ ভালোবাসার গল্প বলবে ‘একলা ঘর’। যার প্রতিটি মোড়কে রয়েছে ভালোবাসার এক পবিত্র আবরণ।’
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি লিখেছেন সৌমজিৎ আদক। ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক। ছবিতে মিউজিক দিয়েছে কৃষ্ণেন্দু রাজ আচার্য্য। গান গেয়েছেন সেঁজুতি দাস, দেবাঞ্জলি লিলি, পূর্বিতা ও জিষ্ণু।
আরও পড়ুন বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মা সিরিয়ালের ঝিলিক
ছবি প্রযোজনার দায়িত্বে হোয়াইট ফেদার্স সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ।
আরও পড়ুন টিজারে সাড়া ফেলল ‘ইন্দুবালা ভাতের হোটেল’
কলকাতা ও তার আশপাশে হয়েছে ছবির শুটিং৷ চলতি মাসে মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একলা ঘর।’
]]>