<![CDATA[
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড ডিবা প্রিয়াঙ্কা চোপড়াকে নাকি একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এমন গুঞ্জন উঠছে সিনেমা পাড়ায়। আর এই দুই তারকাকে নিয়ে সিনেমার পরিচালনায় থাকছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল।
সিনেমার নাম ‘এনটিআর৩১’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রিতিবেদনে উল্লেখ করেছে যে এক সূত্রের মাধ্যমে তারা জেনেছেন, ‘জুনিয়র এনটিআরের সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৪ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। বিনোদনতার ক্যারিয়ারে অনেক অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। প্রশান্ত নীলের সিনেমাতেও প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে।’
বিনোদনের সঙ্গে মারকাট অ্যাকশন ঘরাণার এই সিনেমার গল্পে উঠে আসবে ভারত ও পাকিস্তান সীমানার ঘটনা। সিনেমায় জুনিয়র এনটি আর এর সঙ্গে স্ক্রিন শেয়ার করবে প্রিয়াঙ্কা এমন গুঞ্জন শোনা গেলেও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি।
আরও পড়ুন: ক্যাটরিনার ফিরিয়ে দেয়া ৪ সিনেমা করে সফল দীপিকা
প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন। এছাড়াও তার হাতে রয়েছে বেশ কিছু কাজ।
এদিকে জুনিয়র এনটিআর অভিনীত সবশেষ সিনেমা ‘আর আর আর’। ব্যবসা সফলের সঙ্গে সিনেমা জিতে নিয়েছে অস্কার ও গ্রামি পুরস্কার।
]]>