<![CDATA[
ছোট্ট একটা ‘এসএমএস’ই নিজেকে নায়ক বানিয়েছে বলে জানিয়েছেন নায়ক জিয়াউল রোশান।
সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
রোশান বলেন, ‘হয়তো চাকরিজীবী, ভার্সিটির শিক্ষক বা অন্য কিছু করতাম। তবে আমার মিডিয়ায় আসার নেপথ্যে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ ভাইয়া। তিনি আমাকে ছোট্ট একটি এসএমএস (টেক্সট) করেন। সেখানে লেখা ছিল: তোমার হাইট কত? এর উত্তরে আমি বলি, ছয় ফুট দুই ইঞ্চি। এর পর তিনি (আব্দুল আজিজ) তার অফিসে ডেকে নেন। মনে পড়ে এসএমএসটি এসেছিল বিকেল ৫টায়। আর ওইদিন রাত ৮টায় রক্ত সিনেমার জন্য সাইন করি। ওই মুহূর্তটাই আমার জীবন বদলে দিয়েছিল।’
আরও পড়ুন: সবার ভালোবাসার কাছে আমি চিরঋণী: শাকিব খান
জিয়াউল রোশান একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও মডেল। মডেলিংয়ের মাধ্যমেই তার কর্মজীবন শুরু। ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। ২০১৬ সালের ঈদুল আজহায় বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি পায়।
এ ছাড়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘ধ্যাততেরিকি’ তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরও আছেন ফারিন খান, আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া মাজহার।
আরও পড়ুন: নায়িকা সুজাতাকে জমিসহ বাড়ি দিলো জেলা প্রশাসন
২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘ককপিট’। অভিনেতা দেব প্রযোজিত ওই ছবিতে তিনি দেবের সঙ্গে পার্শ্বভূমিকায় অভিনয় করেন।
বর্তমানে তিনি পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহানের ‘সুন্দরীতমা’ চলচ্চিত্রে কাজ করছেন।
]]>