Skip to content

এক বেলিংহাম রিয়াল মাদ্রিদে, আরেক বেলিংহাম সান্ডারল্যান্ডে | খেলা

এক বেলিংহাম রিয়াল মাদ্রিদে, আরেক বেলিংহাম সান্ডারল্যান্ডে | খেলা

<![CDATA[

সবকিছু আগেই চূড়ান্ত ছিল। বুধবার (১৪ জুন) জুড বেলিংহামকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদে আসার দিনে তার ভাই জুব বেলিংহাম দলবদল করে গেলেন সান্ডারল্যান্ডে।

বার্মিংহাম থেকে সান্ডারল্যান্ডে এসেছেন ১৭ বছর বয়সী জুব বেলিংহাম। সান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি করে তিনি বলেন, ‘আমি নতুন দলে এসে খুবই খুশি। খেলার জন্য তর সইছে না। তরুণ খেলোয়াড়দের সামনে এখানে অনেক সুযোগ, উন্নতিও হয় ভালো। আমি মনে করি এটা আমার জন্য সচেয়ে ভালো দল।’

আরও পড়ুন: বৃহস্পতিবার মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অন্যদিকে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো বা ১২১৬ কোটি টাকায় বেলিংহামকে কিনেছে রিয়াল, সঙ্গে বিভিন্ন বোনাস তো আছেই। তবে বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে বেলিংহামের চুক্তির মূল্য দাঁড়াতে পারে ১৩৩ মিলিয়ন ইউরোর বেশি! বৃহস্পতিবার (১৫ জুন) সান্তিয়াগো বার্নাব্যুতে বেলিংহামকে সমর্থকদের সামনে উপস্থিত করা হবে বলে জানিয়েছে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন বেলিংহাম। সর্বোচ্চ ১১০ মিলিয়ন ইউরোর বিনময়ে চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল রিয়াল। ইংলিশ খেলোয়াড়দের মধ্যেও মূল্যের দিক থেকে দ্বিতীয় বেলিংহাম। তার সামনে শুধুই ১১৭ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যাওয়া জ্যাক গ্রিলিশ।

আরও পড়ুন: জীবনের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন মেসি

বেলিংহাম রিয়ালে যোগ দিচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গত মৌসুম থেকেই। চলতি মৌসুমের শেষ ম্যাচে ডর্টমুন্ডের সমর্থকদের কাছে থেকে বিদায়ও নিয়ে নেন তিনি। এরপর দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোও তার রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জানান।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *