Skip to content

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ | টি-টোয়েন্টি বিশ্বকাপ

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ | টি-টোয়েন্টি বিশ্বকাপ

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ। এ হারের পরও সেমিফাইনালে যাওয়ার কোনো রাস্তা আছে টাইগারদের সামনে? উত্তরটা হ্যাঁ-বোধকই। তবে সমীকরণ বেশ জটিল।

সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে শর্ত বেশ কয়েকটি। প্রথমত, নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। সেক্ষেত্রে সাকিবদের পয়েন্ট হবে ৬। ৬ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে এখন টেবিল টপার ভারত। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের ম্যাচ বাকি আছে একটি, জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে প্রোটিয়াদের ম্যাচ বাকি ২টি, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

আরও পড়ুন: আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ তাদের মতো বাংলাদেশেরও সেমির স্বপ্ন বেঁচে আছে। বাংলাদেশের সেমির স্বপ্নে দ্বিতীয় শর্ত হলো, দক্ষিণ আফ্রিকার পরের দুই ম্যাচেই হারতে হবে, কাগজে-কলমে সম্ভব হলেও বাস্তবে যেটাকে অনেকে অসম্ভবই বলবেন। আবার দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ জিতে গেলেও বাংলাদেশের খানিক সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে ভারতকে শেষ ম্যাচে হারতে হবে জিম্বাবুয়ের কাছে, তাও বড় ব্যবধানে। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশেরও বড় ব্যবধানে জয় বাধ্যতামূলক।

জিম্বাবুয়ের বিপক্ষে হারলে ভারতের পয়েন্ট ৬-ই থাকবে। আবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টাইগারদের পয়েন্টও ৬ হবে। সেক্ষেত্রে সেমির শর্তে বিবেচনায় আসবে রানরেট। ভারতের রানরেট এখন +০.৭৪৬, বাংলাদেশের রানরেট -১.২৮২। অর্থাৎ ভারতকে টপকে সেমিফাইনালে যেতে হলে রানরেটে আরও কয়েকগুণ এগোতে হবে লাল সবুজদের।

আরও পড়ুন: আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাকিব, কী কথা হলো?

মোটাদাগে সেমির টিকিটির জন্য বাংলাদেশের সামনে যে সমীকরণ

১. পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয়।
২. পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হার অথবা জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে ভারতের হার।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *