Skip to content

এবার ঈদে সেরা দশ নাটক, কোনটা এগিয়ে? | বিনোদন

এবার ঈদে সেরা দশ নাটক, কোনটা এগিয়ে? | বিনোদন

<![CDATA[

ঈদ বিনোদনে প্রতিবারের মত এবারো বাড়তি মাত্রাযুক্ত করেছে ঈদ নাটক। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে অসংখ্য নাটক দেখার সুযোগ পেয়েছেন নাটকপ্রেমীরা। তবে, ভিউ আর আলোচনায় রয়েছে, এমন দশটি নাটক নিয়েই এই প্রতিবেদন।

ভিউ এবং আলোচনায় সবার ওপরে আছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক কাজল আরেফিন অমি নির্মিত ‘বিদেশ’ নাটক। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পারসা ইভানা, শিমুল, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, লামিমা লাম প্রমুখ।

 

নাটকটিতে গল্প-প্রেক্ষাপট-লোকেশনে দেখালেন নতুনত্ব যা মন কেড়েছে দর্শকদের। চার দিনে বিদেশের ভিউ ৯২ লাখ ছাড়িয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে একটানা শীর্ষস্থান ধরে রেখেছে এটি।

 

আরও পড়ুন: বিবাহিত হয়েও সিঙ্গেল দাবি, মুখ খুললেন নোবেলের স্ত্রী

 

দ্বিতীয় অবস্থানে আছে মহিন খান পরিচালিত নাটক ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার। ইউটিউব ট্রেন্ডিংয়ে এর অবস্থান পঞ্চম যার ভিউ ৪৬ লাখ।  

 

তৃতীয় স্থানে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ঈদ সেলামি। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সামিরা খান মাহি। ট্রেন্ডিংয়ে চতুর্থ স্থানে থাকা নাটকটির ভিউ ছাড়িয়েছে ৪২ লাখ। 

 

‘সুইট কিস’ নাটকে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান ষষ্ঠ। আর বর্তমানে এর ভিউ ৩৩ লাখের বেশি।

 

মিতুল খান পরিচালিত ‘কিউট প্রেমিক’র ভিউ প্রায় ৩০ লাখ। ট্রেন্ডিং তালিকায় এটি ১৪ নম্বর অবস্থানে। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাইমুনা ফেরদৌস মম। 

 

আরও পড়ুন: বিয়ের পর প্রথম ঈদে প্রীতম কত টাকা সালামি দিলেন শেহতাজকে?

 

‘লাভ ইউ ভাইয়া’ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি জোভান-পায়েল। পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতা আনান। ট্রেন্ডিংয়ে তিন নম্বরে থাকা নাটকটির ভিউ ছাড়িয়েছে ৩০ লাখ।

 

‘লাভ সেমিস্টার’ প্রবীর রায় চৌধুরী পরিচালনা করেছেন। বর্তমানে এর ভিউ ২৫ লাখের বেশি। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাজনিন নাহার নিহা, শহীদুল আলম সাচ্চু, অনিন্দিতা মিমি। 

 

২৫ লাখের বেশি ভিউ নিয়ে দর্শক পছন্দের তালিকায় রয়েছে ‘পিতা মাতা সন্তান’ নাটকটি। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, শহীদুজ্জামান সেলিম, দিশা, ইনজাম মিজু প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 

মাহমুদ মাহিন পরিচালিত ‘পোস্টম্যান’ নাটকটির ভিউ চার দিনে ২৪ লাখ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। 
 

 

আরও পড়ুন: ঈদে একসঙ্গে আলোচিত তিন নির্মাতা

 

‘নেভার সিরিয়াস’ নাটকটি ট্রেন্ডিংয়ের ৯ নম্বর অবস্থানে। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটকে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকটির ভিউ ২৩ লাখ ছাড়িয়ে গেছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *