Skip to content

এবার উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্না | বিনোদন

এবার উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্না | বিনোদন

<![CDATA[

বাংলাদেশের এ প্রজন্মের সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্না। ‘তুমি রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সম্প্রতি। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ।

সম্প্রতি মুম্বাইয়ে গানের রেকর্ডিং হয়েছে। ‘তুমি রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’ গানটির কথা লিখেছেন কলকাতার দোলন মৈনাক। পাশাপাশি সুরও করেছেন তিনি। উদিত নারায়ণের সঙ্গে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত পর্না।

গানটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উদিত নারায়ণজি গানটি শুনেই রাজি হয়ে গেছেন। গানের রেকর্ডিং শেষ করেছি, মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। অ্যালবামটি শিগগিরই প্রকাশ করার ইচ্ছা আছে।

আরও পড়ুন: মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি আরও বলেন, ‘প্রায় চার ঘণ্টা সময় নিয়ে গানটিতে ভয়েস দিয়েছি। উদিতজি অনেক পছন্দ করেছেন। অনেক ফিল দিয়ে কাজটি করেছেন। উনি বারবার বলছিলেন, এই গান হিট। গানটি পুরোনো দিনের ফিল এনে দিয়েছে।’

এর আগে কুমার শানুর সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন হিমাদ্রিতা পর্না। গানের শিরোনাম ছিল ‘আমি বড় ভালোবাসি তোমায়’। এটিরও কথা ও সুর করেছেন কলকাতার দোলন মৈনাক। ভারতের একটি প্রযোজনা সংস্থা থেকে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *