Skip to content

এবার পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলারের সহায়তা দিল আরব আমিরাত | আন্তর্জাতিক

এবার পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলারের সহায়তা দিল আরব আমিরাত | আন্তর্জাতিক

<![CDATA[

সৌদি আরবের পর পুরনো মিত্র সংযুক্ত আরব আমিরাত থেকে ১০০ কোটি ডলার সহায়তা পেয়েছে পাকিস্তান। বুধবার (১২ জুলাই) দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য ডনের।

টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধু রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় ব্যাংকে ১০০ কোটি ডলার আমানত রেখেছে। এর ফলে ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও সমৃদ্ধ হবে।’

 

এর আগে, মঙ্গলবার (১১ জুলাই) ইসহাক দার জানিয়েছিলেন, সৌদি আরব পাকিস্তানকে ২০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।

 

এদিকে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খুবই শিগগিরই এই ৩০০ কোটি ডলারের মধ্যে ১২০ কোট ডলার ছাড় করবে বৈশ্বিক প্রতিষ্ঠানটি। বুধবার (১২ জুলাই) আইএমএফ বিষয়টি জানিয়েছে।

 

গত মাসেই শীর্ষস্থানীয় কর্মকর্তা পর্যায়ে পাকিস্তান এবং আইএমএফ ঋণের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়। তারই ধারাবাহিকতায় আইএমএফ এখন ঋণের অর্থ ছাড়ের ঘোষণা দিল।

 

দীর্ঘ কয়েক বছর ধরেই অর্থ সংকটে ভুগছে পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে এসে দেশটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এতটাই তলানিতে নেমেছিল যে, তা দিয়ে মাত্র দুই সপ্তাহের ব্যয় মেটানোর সক্ষমতা ছিল দেশটির। পরিস্থিতি বেগতিক দেখে দেশটি আইএমএফের শরণাপন্ন হয়।

 

এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে ৯ মাসের একটি স্ট্যান্ডবাই চুক্তি সম্পন্ন করেছে। যার মাধ্যমে দেশটিতে ৩০০ কোটি ডলার ঋণ দেয়া হবে ‘অর্থনৈতিক স্থিতিশীলতা প্রকল্পের’ আওতায়।’
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *