Skip to content

এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান | আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান | আন্তর্জাতিক

<![CDATA[

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।

জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়। অনেক আসবাবপত্র নির্ধারিত স্থান থেকে সরে যেতে পারে।

আরও পড়ুন: তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত

এদিকে একইদিনে তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে তুরস্কের আনাতোলিয়ান তুর্কি প্রদেশের বোর জেলায় এ ভূমিকম্প আঘাত হানে।

তুর্কি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূপৃষ্ঠ থেকে এর কেন্দ্র ছিল ৭ কিলোমিটার গভীরে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পের উৎপত্তি। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আরও পড়ুন: ভূমিকম্পে টেকনাফে কয়েকটি ভবনে ফাটল

এরইমধ্যে টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্রের কার্যালয়ে ফাটলের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া আরও কয়েকটি বাড়ি-ঘরে ফাটলের খবর পাওয়া গেছে।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *