Skip to content

এবার ভ্লাহোভিচে অর্থ ঢালবে চেলসি | খেলা

এবার ভ্লাহোভিচে অর্থ ঢালবে চেলসি | খেলা

<![CDATA[

মৌসুমের শেষ সময়ে নতুন দল গঠনে ব্যস্ত চেলসি, রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মতো বড় বড় ক্লাবগুলো। জুনের ৩০ তারিখের মধ্যে বেশ কয়েকজন খেলোয়ারদের বিক্রি করার কথা জানিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। এতে তালিকায় রয়েছে হাকিম জিয়েচ ও গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিসহ সাতজন খেলোয়ার। ক্লাবটির নতুন প্লেয়ারের আগ্রহের তালিকায় য়্যুভেন্টাস স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ। এদিকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দলে ভেড়াতে চান লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

দল বদল নিয়ে সব সময় শিরোনামে থাকে চেলসি। দল গঠনে চেলসির হাত খুলে টাকা খরচ করার সুনামও অনেক। এবারের মৌসুমেও চড়া দামে খেলোয়াড় কিনেছে দ্য ব্লুস। জানুয়ারি দলবদলের ৭ জন ফুটবলার কিনতে তারা খরচ করেছে ৩২ কোটি ৬৫ লাখ ইউরো। গত বছর চেলসির মালিকানা কেনেন ধনকুবের টড বোয়েলি। এরপর নতুন প্লেয়ার কিনতে টাকার বস্তা নিয়ে নামে চেলসি। গত এক বছরে নতুন খেলোয়ার কিনতে ৫০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে ক্লাবটি। জানুয়ারিতে ১০ কোটি ৬ লাখ ইউরো দিয়ে এঞ্জো ফার্নান্দেজকে দলে নেয় লন্ডনের জায়ান্টরা। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনিই এখন সবচেয়ে দামি প্লেয়ার।

আরও পড়ুন: বায়ার্নকে দিয়ে রোনালদোকে কেনাতে চান জার্মান ব্যবসায়ী 

তবে ৩০ জুনের মধ্যে ৭ ফুটবলারকে বিক্রি করতে চায় চেলসি। যেখানে আছে হাকিম জিয়েচ, অবামেয়াং, কোভাচিচ, পুলিসিক, মেন্ডি, হাডসন ওডোই ও লোফটাস চিকের নাম। এবারের মৌসুমে গোল শূন্যতায় ভুগেছিল চেলসি। তাই ক্লাবটির কোচ মাউরিসিও পচেত্তিনোর নজর দলের নতুন সেন্ট্রাল ফরওয়ার্ড প্লেয়ারের প্রতি। দলের গোল শূন্যতা দূর করতে মাউসিওর আগ্রহের তালিকায় রয়েছে য়্যুভেন্টাস স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ। সার্বিয়ান এই খেলোয়ারকে দলে ভেড়াতে প্রচেষ্টায় আছে আরো দুটি ক্লাব বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউরোপা লিগের এবারের মৌসুমে ৮ ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করেন য়্যুভেন্টাস স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ।

এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা রিচার্লিসনকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। আসন্ন দলবদলে টটেনহ্যামের স্ট্রাইকার রিচার্লিসনকে দলে চান মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। লস ব্লাঙ্কোস কোচ মনে করেন রিয়াল মাদ্রিদে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।

কাতালান ক্লাবে থাকা না থাকা নিয়ে বেশকিছু দিন ধরে আলোচনায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া। বার্সেলোনায় বেশ একটা ভাল সময় যাচ্ছে না ২৬ বয়সী এই স্ট্রাইকারের। গুজব ওঠে ৮০ মিলিয়ন ইউরোতে রাফিনিয়া পাড়ি জমাতে পারে অন্য ক্লাবে। কিন্তু সেই গুজব নিজেই উড়িয়ে দিয়ে জানান, ক্যাম্প ন্যুতেই থাকছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ডের সামনে আব্রাহাম 

ইতালীয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্যমতে, আলিক্সিস ম্যাক আলিস্টারকে দলে নেয়ার চেষ্টায় রয়েছে লিভারপুল। তবে ব্রাইটনের সাথে আলিস্টারকে নিয়ে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি অলরেড বাহিনীর।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *