Skip to content

এবার রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার | বাংলাদেশ

এবার রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার | বাংলাদেশ

<![CDATA[

রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি নভোথিয়েটার নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে ১২১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এমজি জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি কোম্পানি এর নির্মাণ কাজ পেয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটির অনুমোদন দেয়।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব। তিনি জানান, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ২৪তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিতে একটি প্রস্তাব ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ১৭টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন : জাপানের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক বারকাত

অতিরিক্ত সচিব সাইদ মাহবুব বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-১, ডব্লিউডি-২ ও ডব্লিউডি-৪ এর আওতায় নির্মাণ কাজ এমজি জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১২১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ১০৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, একইসঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১ এর নির্মাণ কাজ স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ৪৩৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭৪৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
 

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *