Skip to content

‘এমবাপ্পে ব্যালন ডি’অর জিতবে’ | খেলা

'এমবাপ্পে ব্যালন ডি'অর জিতবে' | খেলা

<![CDATA[

এশিয়া সফরে দলে রাখা হয়নি সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এমনটি তখনই করা হলো, যখন নতুন করে আর চক্তি না করার ঘোষণা দিয়েছেন ফরাসি তারকা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৯৪ সালে বিশ্বকাপ মাতানো বুলগেরিয়ার সাবেক খেলোয়াড় রিস্টো স্টইচকভ। তিনি মনে করেন, একদিন এমবাপ্পে ব্যালন ডি’অর জিতবে।

তরুণ বয়সে নিজের প্রথম আসরেই ফুটবলের সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরেছেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপেও গিয়েছিলেন অনেকটা কাছে। তবে এবার সফল না হলেও ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে ফুটবল বিশ্বের কাছে নিজের জাত চেনান তিনি। ফলে তারকা খ্যাতি পাওয়া এমবাপ্পের বিরুদ্ধে খারাপ কিছু হলে অনেকেই কষ্ট পান।

রিস্টো স্টইচকভও কষ্ট পেয়েছেন পিএসজির আচরণে। তার মতে, ‘পিএসজি ছেড়ে এমবাপ্পের উচিত লা লিগা কিংবা প্রিমিয়ার লিগে যাওয়া।’ রিস্টো স্টইচকভ বলেছেন, ‘এমবাপ্পে একজন বড় মাপের খেলোয়াড়। তার স্বপ্ন ব্যালন ডি’অর জেতা। কিন্তু সেজন্য তাকে যোগ্য জায়গায় যেতে হবে, যেখানে সে চাপ নিয়ে খেলতে পারবে।’

 

আরও পড়ুন: এমবাপ্পের হয়ে পিএসজিকে ফুটবল ইউনিয়নের হুমকি

রিস্টো আরও বলেছেন, ‘কেউ কেউ বলেন কিলিয়ান এমবাপ্পে একরোখা। কিন্তু আমি বলি সে খুব বিনয়ী। মাঠে কী করতে হবে সেটি এমবাপ্পে খুব ভালো করে জানে। ও যেভাবে ফুটবলকে উপভোগ করে এবং খেলে তাতে ব্যালন ডি’অর জিতবে। এটি আমার বিশ্বাস এবং সেটি জিততে বেশিদিন লাগবে না।’

এ দিকে ফুটবল ভবিষ্যত নিয়ে রিস্টো স্টইচকভ বলেন, ‘মেসি-রোনালদোর যুগ পার হলে দেখা যাবে হলান্ড, এমবাপ্পে, ভিনিসিউস, পেদ্রি, গাভিদের যুগ। যেখানে তারা রাজত্ব করবে। অতীতের ফুটবল রোমাঞ্চ তখন এদের মাধ্যমে মুখরিত হবে।’

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *