Skip to content

এশিয়া কাপ নিয়ে এবার সুর পাল্টালেন জাকা আশরাফ | খেলা

এশিয়া কাপ নিয়ে এবার সুর পাল্টালেন জাকা আশরাফ | খেলা

<![CDATA[

এশিয়া কাপ নিয়ে যা সিদ্ধান্ত নেয়ার তা হয়ে গেছে, তাই সে অনুসারেই এগুতে হবে পাকিস্তানকে। ২৪ ঘন্টা পার না হতেই এভাবেই সুর পাল্টালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। পাকিস্তানের এক সংবাদ সম্মেলনে এসে এশিয়া কাপে হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

অনেক জল্পনা কল্পনার পর, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে রাজি হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে এশিয়া কাপ নিয়ে নাটকের অবসান ঘটে। হাইব্রিড মডেল অনুযায়ী ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কায়।

 

এরপর আবার এশিয়া কাপ নিয়ে শিরোনামে আসে পিসিবির সম্ভাব্য নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। পুনরায় দায়িত্বে আসার আগে নিজের উপস্থিতি জানান দিতে গণমাধ্যমে সাক্ষাতকার দেন তিনি। এসময় পিসিবির প্রস্তাবিত হাউব্রিড মডেল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাবেক পিসিবি প্রধান।

 

আশরাফ বলেন, ‘আমি হাইব্রিড মডেলকে সমর্থন করি না। পুরো টুর্নামেন্টই পাকিস্তানে হওয়া উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে এবং ছোট ম্যাচগুলো হবে এখানে। এটা অন্যায়। আমি চেষ্টা করব, পাকিস্তানের স্বার্থে যা ভালো হয় সেরকম কোনো সিদ্ধান্ত নিয়েই এগোতে। যদিও, হাতে খুবই কম সময় আছে। দায়িত্ব নেয়ার পরই আমি দেখব কি করা যায়।’

 

আরও পড়ুন: দীর্ঘদিন ধরে ট্রফি নেই, ভারতের দিক থেকে বিমুখ হচ্ছে পৃষ্ঠপোষকরা

 

সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা না যেতেই নিজের সুর বদলান আশরাফ। এশিয়া কাপ নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে যাওয়ায়, সেই অনুযায়ী এগোতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

আশরাফ বলেন, ‘যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে তাই সেই অনুযায়ী এগুতে হবে। আমি এ বিষয়ে বেশি কিছুই করতে পারব না। দেশের স্বার্থের জন্য যে সিদ্ধান্ত নেয়া হবে, আমি বাধা দিব না।’

 

আরও পড়ুন: কোহলির ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানি ক্রিকেটার

 

তবে এশিয়া কাপ নিয়ে যতই জল ঘোলা করুক না কেন পিসিবি, এখন আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ডের সদস্য। হাইব্রিড মডেল চূড়ান্ত হয়ে গেছে। আশরাফ যা ইচ্ছে তাই বলতে পারেন। এতে এশিয়া কাপে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

]]>

সূত্র: সময় টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *