<
এদিকে এরই মধ্যে লিচু বিক্রি শুরুও হয়ে গেছে। বাগান মালিকরা জানান, মঙ্গলবাড়িয়ার লিচু বেশির ভাগই গাছের নিচে বিক্রি হয়ে যায়। দূর-দূরান্তের ক্রেতারা বাগানে এসে লিচু দেখে পছন্দ করার পর গাছ থেকে পেড়ে দেয়া হয়। বর্তমানে প্রতি ১০০ লিচু ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে লিচু পুরোপুরি বিক্রি শুরু হবে আরও সপ্তাহখানেক পর।
আরও পড়ুন: মৌলভীবাজারে পতিত জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভুট্টা
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আবদুস সাত্তার বলেন, দিন দিন মঙ্গলবাড়িয়ায় লিচুর আবাদ বাড়ছে। তাই লিচু চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মঙ্গলবাড়িয়া এলাকায় প্রায় সাড়ে ৮ হাজার লিচু গাছ রয়েছে। এবার লিচুর ফলন ভালো হয়েছে।
ফলে চলতি মৌসুমে ১০ থেকে ১২ কোটি টাকার লিচু বিক্রি হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, প্রায় ১০০ বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের হাশিম মুন্সি চীন থেকে একটি লিচুর চারা এনে তার বাড়ির আঙিনায় রোপণ করেন। এভাবে এ উন্নত লিচুর জাত আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ে। বর্তমানে মঙ্গলবাড়িয়া গ্রাম ও আশপাশে ৮ হাজারেরও বেশি লিচু গাছ রয়েছে।
]]>